দেশজুড়ে
ঝিনাইদহে আন্ত:উপজেলা সাঁতার প্রতিযোগিতা ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি- ঝিনাইদহে আন্ত:উপজেলা সাঁতার প্রতিযোগিতা ও ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে হয়েছে। গতকাল ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় জেলার ৬ টি উপজেলা থেকে শতাধিক উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। এদের মধ্য থেকে ৩০ জনকে আবাসিক সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
জেলা ক্রীড়া অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস শাহীন। বিশেষ অতিথি ছিলেন, পুর্বা ল সুইমিং ক্লাবের সভাপতি টিপু সুলতান। অনুষ্ঠানে আলোচনা সভা শেসে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ৭ দিন ব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।