পলাশবাড়ীতে প্রশিকা ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতবিনিময়

0
119

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ পলাশবাড়ীতে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী প্রশিকা উন্নয়ন এলাকা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,গাইবান্ধার আয়োজনে সভাপতিত্ব করেন আনন্দ মোহন,বিভাগীয় ব্যবস্থাপক,প্রশিকা গাইবান্ধা ও রংপুর জোন।

২২ মার্চ মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী প্রশিকা তৃণমূল কেন্দ্র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন,পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান নয়ন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে,গাইবান্ধা উপপরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মোহম্মদ শহীদুলমান্নাফ কবীর, পলাশবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুপ কুমার সরকার,বিভাগ প্রধান,মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচী,প্রশিকা প্রদীপ কুমার বিশ্বাস পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ সিদ্দিকুল আলম মৃধা এলাকা ব্যাবস্থাপক,প্রশিকা পলাশবাড়ী উন্নয়ন এলাকা।