চাঁপাইনবাবগঞ্জে ডিজিটাল সেটআপ বক্স বাস্তবায়নে ক্যাবল অপারেটরদের মতবিনিময়

0
101

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ সরকারের সীধান্ত অনুযায়ী পরিষ্কার ছবি ও ২৫০টির বেশি দেশী-বিদেশী চ্যানেল দেখতে টিভিতে ডিজিটাল সেটআপ বক্স ব্যবহার নিশ্চিত করতে ক্যাবল অপারেটরদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার (২১ মার্চ) দুপুরে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার দক্ষিণশহর বিনোদন পার্কে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রাহকদের মাঝে ডিজিটাল সেটআপ বক্স প্রদান কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। ইকো চ্যানেল নেটওয়ার্কের পরিচালক তাজ মো. আসফাক হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পরিচালক জামাল আব্দুল নাসের পলেন, মোতাহার হোসেন বুলু, মোঃ আকতার হোসেন, নাসির হোসেন, মোঃইকো, মোঃ প্রতিক হাসান, ভাবনা ক্যাবল নেটওয়ার্কের সিও সাহিন আখতার বাবু, মহানন্দা কেবল নেটওয়ার্কের পরিচালক আজিম উদ্দিন , সোনার বাংলা ক্যাবল নেটওয়ার্কের পরিচালক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফারুক হোসেন, মোহাম্মদ নাসিম, রাজরামপুর ক্যাবল নেটওয়ার্কের পরিচালক মোঃ মনিরুল ইসলাম মনি,ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কের পরিচালক কামরুল হাসান,উদয় ক্যাবল নেটওয়ার্কের পরিচালক রাজাবাবু, কল্যাণপুর ক্যাবল নেটওয়ার্কের পরিচালক মোঃ মাসুম বালিয়াডাঙ্গা ক্যাবল নেটওয়ার্কের পরিচালক আব্দুল মান্নান ডলার সহ আরো অনেক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইকো চ্যানেলের পরিচালক মোঃ কবিরুল ইসলাম কবির।