সূচকের পতন হলেও বেড়েছে লেনদেন

0
118

গতকালের মতো বড় পতন না হলেও আজ সোমবার পতন থেকে বের হতে পারেনি পুঁজিবাজার। সোমবার শেয়ারবাজারের প্রধান সূচক কমেছে। সাথে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দরও। তবে টাকার পরিমাণে আগের কার্যদিবস থেকে কিছুটা বেড়েছে।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৯১.৭৭ পয়েন্টে। ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ১৮ কোটি ৫৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১৬ কোটি ১১ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৪২টির এবং ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।