পুঠিয়ায় নকল প্রসাধনী তৈরির দায়ে লতা হারবালের মালিকের কারাদণ্ড

0
99

পুঠিয়া প্রতিনিধিঃ পুঠিয়ায় ক্ষতিকর উপাদান দিয়ে নকল প্রসাধনী সামগ্রী তৈরি ও বিএসটিআই এর লাইসেন্স ছাড়াই প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বাজারজাত করায় লতা হারবাল এর মালিক মাসুদ রানাকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একটি গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ বুধবার রাতে রাম জীবনপুর এলাকায় লতা হারবালে অভিযান চালানো হয়। এসময় পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নকল এসব পণ্য তৈরির অপরাধে তাকে ৩ মাসের কারাদন্ড দেন।

জানা যায়, পুঠিয়ার কমসেটিকস কোম্পানীটি দীর্ঘদিন থেকে বিভিন্ন নামিদামী কোম্পানীর ৯টি প্রসাধন সামগ্রী নকল করে ল্যাব টেস্ট এবং পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই উৎপাদন ও বাজারজাত করে আসছিল। গোয়েন্দা অনুসন্ধানে এমন তথ্য উঠে আসার পর আজ রাতে উপজেলা প্রশাসন সেখানে অভিযান পরিচালনা করে।

এ সময় ভেজাল ও বিষাক্ত উপাদান দিয়ে তৈরি বিপুল পরিমাণ বিভিন্ন ব্রান্ডের নামে তৈরিকৃত প্রসাধন সামগ্রী জব্দ করা হয়। সেইসাথে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।