ঘোড়াঘাটে হোলি উৎসবে আনন্দে মেতে উঠেছে হিন্দু সম্প্রদায়

0
76

ঘোড়াঘাট ( দিনাজপুর) প্রতিনিধি: আজ বসন্ত পূর্নিমায় শুভ দোলযাত্রা ও শুভ হোলি উৎসব আনন্দে মেতে উঠেছে হিন্দু সম্প্রদায়ের মানুষরা । বাড়ি বাড়ি চলছে বিভিন্ন রঙের খেলা। ঠাকুর দাদা-ঠাকুরমা, বাবা-মা, ভাই-বোন, সকলে বিভিন্ন রঙ নিয়ে একে- অপরের মুখে দিয়ে আনন্দ করছে।

দোল যাত্রায় নাম ও লীলা কীর্তন চলছে বিভিন্ন মন্দিরে। দোলযাত্রা ও শুভ হোলি উৎসবে হিন্দু সম্প্রদায় কে অভিনন্দন ও শুভেচছা জানিয়েছেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি , উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা আবদুর রাফে খন্দকার সাহানশা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল সম্প্রদায়ের মানুষজন সম্প্রীতি , ভালবাসা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে বসবাস করছে।ধর্ম যার যার উৎসব সবার। তিনি কয়েক টি মন্দির পরিদর্শন করেন এবং নিজ তহবিল থেকে মন্দির উন্নয়ন কল্পে সহযোগিতা করেন। এ সময় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু এবং সাধারণ সম্পাদক রিপন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।