সাংবাদিক আবুল বাশার নূরুর মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

0
84
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিশিষ্ট সাংবাদিক আবুল বাশার নূরু’র মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক বিবৃতিতে তিনি মরহুম আবুল বাশার নূরু-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আবুল বাসার নূরু আজ রাজধানীতে ইন্তেকাল করেন। অন্যদিকে সাংবাদিক আবুল বাশার নুরু’র মৃত্যুতে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য আবুল বাশার নুরু’র মৃত্যুতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব আজ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।