চাঁপাইনবাবগঞ্জে গরুর খামারে আগুন লেগে ২৭টি গরু পুড়ে ছাই

0
99

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরুর খামারে আগুন লেগে ২৭টি গরু পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১নং কসবা ইউপির আখিলা গ্রামের আলহাজ্ব সমির উদ্দিনের ছেলে আলহাজ্ব সলেমান আলীর গরুর খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কসবা ইউপির চেয়ারম্যান গোলাম জাকারিয়া জানান,বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সলেমান আলীর গরুর খামারে মশা তাড়ানোর জন্য খড়ের চারা দিয়ে ধোয়া তৈরী করে নামাজ পড়তে যান।পরে সলেমান আলী তাঁর খামারে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্ঠার চেষ্ঠায় আগুন নেভানো হয়। ততক্ষনে খামারের ২৭টি গরু আগুনে পুড়ে মারা যাই। যার মধ্যে ৩টি বড় ষাঁড় গরু,২২টি শাহীওয়াল বড় বকনা গরু এবং ২টি বাছুর গরু রয়েছে।যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ পুলিশের ঊর্দ্ধতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।