শ্রীনগরে আলেমননেছা প্রিপারেটরী হাই স্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

0
159

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁওয়ে আলেমননেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা, চিত্রাংকন, কবিতা ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে প্রাঙ্গণে উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. ইউসুফ রানার সভাপতিত্বে ও শিক্ষক অধিীর রাজবংশীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শফিকুর রহমান, মো. শরিফুল ইসলাম, মনোয়ারা আক্তার মনি, মো. নাুিহদ হাসান, মো. শাহিনুর ইসলাম, মো. বিল্লাল হোসেন, উজ্জ্বল মন্ডল, মাহফুজা বেগম, আখি আক্তার, মোমেনা আক্তার, নারসরিন বেগম, শিমু বেগম, মম আক্তার, নাঈমা আক্তার ও বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও অভিভাবকগণ।