ধামরাইয়ে ১০২ পাউন্ড কেক কেটে বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

0
161

ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ-২০২২ খ্রীস্টাব্দ) বিকেলে ধামরাই পৌর শহরে ঢাকা- আরিচা মহাসড়ক সংলগ্ন মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী লীগের জমকালো বর্ণাঢ্য আয়োজনে ১০২ পাউন্ডের কেক কেটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্হপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস -২০২২ পালন করা হয়।

এ’সময় ধামরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সিআইপি বীর মুক্তিযোদ্ধা আহমদ আল জামান এর সভাপতিত্বে এ’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা -২০ ধামরাই আসনের সাবেক মানণীয় জাতীয় সংসদ সদস্য ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক।

এসসয় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাদ্দেস হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ডাঃ মুখলেছ-উজ জামান হিরা, ধামরাই উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম, ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য হাজী মাহাতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সোমভাগ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোঃ আজাহার আলী, কুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কালীপদ সরকার, বিশিষ্ট শিল্পপতি ও জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী সুধীর চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক সানাউল হক সুজন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মৃদুল আল মামুন জয়, ধামরাই সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ধামরাই পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মামুন আহামেদ জয়, ঢাকা জেলা ছাত্রলীগের বৃত্তি বিষয়ক সম্পাদক তুষার আহামেদ শান্ত প্রমুখ।

এসময় ১৬টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, মহিলালীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।