নান্দাইলে দিনব্যাপী জনসচেতনতা মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

0
109

এইচএম সাইফুল্লাহ্, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুব-উন্নয়ন অফিস কর্তৃক আয়োজিত জনসচেতনতা মূলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

১৬ মার্চ বুধবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসনিক ভবনের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, জেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রুকন উদ্দিন ভূঞা, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফয়েজ উদ্দিন।

সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবকমূলক কাজে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় উপজেলার অর্ধশতাধিক যুবআত্নকর্মী উদ্যোগক্তগণ অংশগ্রহণ করেন।

যুবকদের মধ্যে বক্তব্যে রাখেন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সফল যুব উদ্যোগক্তা ও সাংবাদিক মোঃ আবু হানিফ সরকার, মোজাম্মেল হক সহ আরও অনেকেই। বক্তারা যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণ গ্রহণ করে তাদের কর্মক্ষেত্র তৈরি করেছেন,কিভাবে অন্ধকার জীবন থেকে আলোর পথে এসেছেন সেসব অভিজ্ঞতার কথা তোলে ধরেন তারা। সমাজে যুব সমাজ ধ্বংসে কি কি অপরাধ হচ্ছে তা তোলে ধরেন বক্তৃতারা। সেই সাথে তাদের বিভিন্ন অসুবিধার কথা তোলে ধরেন।করোনা কালীন সময়ে নান্দাইলে যুব সমাজ জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করে জনসচেতনতা সৃষ্টি করেছেন তার বর্নণা তোলে ধরেন যুব প্রতিনিধিরা ।

বিশেষ অতিথির বক্তৃতায়,উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল বলেন,মাদকের বিস্তার ঘটিয়ে এদেশের যুব সমাজ ধ্বংসে দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে যুব সমাজকে ঝাঁপিয়ে পড়তে হবে।

প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ তুহিন বলেন, নান্দাইলে একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে । বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে এই যুব সমাজকে তাদের মেধা শ্রম ঘাম দিয়ে সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে। নান্দাইলের যুব আত্নকর্মী উদ্যোগক্তাদের সমস্যা গুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।