চাঁপাইনবাবগঞ্জে দুই জেলের জালে উঠলো ৫ বাঘাইড়

0
89

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে দুই জেলের জালে ধরা পড়েছে মোট ১৩৭ কেজি ওজনের ৫টি বাঘাইড় মাছ। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের হড়মা ঘাটে এসব মাছ পাওয়া যায়।
সদর উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কবুতরপাড়া গ্রামের রমজান আলীর জেলে মো. হাবিব ৩টি ও দেবিনগর ইউনিয়নের হড়মা গ্রামের জেলে মো. মহি ২টি বাঘাইড় মাছ পেয়েছেন।

স্থানীয় বাসিন্দা, জেলে, পাইকারি ব্যবসায়ী ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, হাবিবের ৩ বাঘাইড় মাছের দাম পেয়েছেন ৬৮২৫০ টাকা। মাছ তিনটির ওজন ৪৩ কেজি, ২৩ কেজি ও ১৬ কেজি। একবার জাল ফেলে একসঙ্গেই মাছ তিনটি পেয়েছেন হাবিব।

অন্যদিকে, মহির দুটি মাছের ওজন ৩৮ কেজি ও ১৭ কেজি। তিনিও এক সঙ্গেই একবার জাল ফেলেই পেয়েছেন মাছ দুটি। হড়মা ঘাটের মহানন্দা ও পদ্মা নদীর মোহনায় আধা ঘণ্টা সময়ের ব্যবধানে দুই জেলে মাছগুলো পেয়েছেন।

জেলে মো. হাবিব বলেন, ‘ফাঁস জাল দিয়ে দীর্ঘদিন ধরে পদ্মা-মহানন্দার মোহনায় মাছ ধরি। আজকে আমরা একবার জাল তুলেই ৩টি বিশাল বাঘাইড় মাছ পেয়েছি। অনেকদিন পর এতোবড় মাছ পেয়েছি। গতকাল (সোমবার) ১০ কেজি ওজনের এক পাঙাস ও ৬ কেজির এক কাতলা মাছ পেয়েছিলাম। এতোবড় মাছ সচারাচর পাওয়া যায় না। মাঝেমধ্যে পাওয়া যায়। ৪ দিন আগেও ১৫ কেজি ওজনের এক বাঘাইড় পেয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘মাছগুলো পাওয়ার পর ঘাটেই এসে ব্যবসায়ীরা কিনে নিয়ে গেছেন। ৪৩ কেজি ওজনের মাছটি ৯০০ টাকা কেজি এবং বাকি ২৩ কেজি ও ১৬ কেজি ওজনের মাছ দুটি ৮২০ টাকা কেজি দরে বিক্রি করেছি। সবমিলিয়ে ৬৮২৫০ টাকা পেয়েছি।’

গত ১৫ বছর ধরে পদ্মা ও মহানন্দায় মাছ ধরেন আরেক জেলে মো. মহি। তিনি জানান, ৩৮ কেজি ও ১৭ কেজি ওজনের দুটি বাঘাইড় এক ঝাঁকেই উঠে। পরে মনিরুল ইসলাম নামের একজন পাইকারি ব্যবসায়ী ঘাট থেকেই মাছগুলো কিনে নিয়ে যায়। কেজি প্রতি ৯৪০ টাকা দরে বিক্রি হয়েছে মহির মাছ।

দেবিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর জানান, একই দিনে একই জায়গায় দুই জেলের জালে বিশাল কয়েকটি বাঘাইড় মাছ পাওয়ার খবর শুনেছি। পরে জানতে পারলাম, মাছগুলো হড়মা ঘাট থেকেই পাইকারি ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে গেছে।