অতিরিক্ত চর্বি দূর করার সহজ উপায়

0
182

শরীরের বাড়তি ওজন বা মেদ কমাতে মানুষজন কত কিছুই না করে থাকে। কিন্তু সেসবে আদৌ কি ফলাফল আসে? না আসলেও সার্জারিতে অবশ্যই আছে, তা আর বলার অপেক্ষা রাখে না। এমনই এক সার্জারির নাম হচ্ছে লাইপোসাকশন। যা লাইপোপ্লাস্টি অথবা বডি কনট্যুরিং নামেও পরিচিত। শরীরের নির্দিষ্ট অংশ যেমন – পেট, নিতম্ব, উরু, হাত, ঘাড়সহ নানান স্থানে জমা হওয়া অতিরিক্ত চর্বি অপসারণের জন্য একটি সাকশন কৌশল বিশেষ। অর্থাৎ অতিরিক্ত চর্বি শরীর থেকে শুষে নেওয়ার সার্জারিকেই লাইপোসাকশন বলে। সার্জারি হলেও এতে কোনো কাটা-ছেঁড়া নেই। শুধুমাত্র ছিদ্র করে মেশিনের সাহায্যে চর্বি টেনে বের করা হয়।

লাইপোসাকশন কিন্তু ওজন কমানো কিংবা ওজন নিয়ন্ত্রণের বিকল্প কোনো ব্যবস্থা নয়। বরং এটি বডি কনট্যুরিং বা বডি শেপিংয়ের জন্য অত্যন্ত জনপ্রিয়। ডায়েট, এক্সাসাইজ বা গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করে আপনি যা ওজন কমাতে পারবেন তার ধারেকাছে লাইপোসাকশনের মাধ্যমে কমানো সম্ভব নয়। সুতরাং আপনি ওজন কমানোর বিকল্প হিসেবে লাইপোসাকশন নেওয়ার কথা ভুলেও ভাববেন না। তবে হ্যাঁ, যদি আপনি শরীরের নির্দিষ্ট স্থানের চর্বি দূর করতে চান এবং শরীরকে একটি সুন্দর শেপ দিতে চান তাহলে লাইপোসাকশন আপনার জন্য উপযোগী।

যাদের জন্য প্রযোজ্য

ডায়েট বা ব্যায়ামে শরীরের যেসব স্থানের চর্বি সাড়া দেয় না, মূলত সেই সব অঙ্গের জন্য লাইপোসাকশন করা হয়ে থাকে। আর যারা এই সার্জারির জন্য উপযুক্ত তারা হচ্ছে –

• শরীরের নির্দিষ্ট স্থানে অস্বাভাবিক চর্বি জমা হলে;

• গাইনোকোমাস্টিয়া (পুরুষদের স্তন বড় হয়ে যাওয়া হলে।

• স্তনের অতিরিক্ত ঝুলে পড়া ভাব টানটান করতে চাইলে।

• ডায়েট বা এক্সারসাইজ করে শরীরের নির্দিষ্ট স্থানের চর্বি না কমাতে পারলে।

• মায়েদের গর্ভাবস্থার পর আগের ফিগার ফিরিয়ে আনতে।

যাদের জন্য প্রযোজ্য নয়

এই সার্জারি আপনার জন্য করা উচিত কি না তা জানতে হলে অবশ্যই পূর্বে ডাক্তারের সঙ্গে আলাপ করে নিতে হবে। তবে কিছু বিষয় আছে যেগুলো থাকলে ডাক্তাররা নিষেধ করে থাকে এই সার্জারি নিতে।

• যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিকস আছে।

• যাদের মারাত্মক হার্টের সমস্যা আছে।

• বয়স ১৮ বা তার চেয়ে কম বয়সী যে কেউ।

• গর্ভবর্তী নারী।

• রক্তপাতের রোগ আছে এমন কেউ।

পদ্ধতিগুলো

লাইপোসাকশন পদ্ধতিটি কীভাবে কাজ করে তা নির্ভর করে নির্দিষ্ট কৌশলের ওপর। পূর্বে লাইপোসাকশন করা হয়েছে কি না, শরীরের কোনো স্থানে সার্জারি দেওয়া হবে এবং আরও কিছু নিয়ম মেনে লাইপোসাকশনের পদ্ধতি নির্ধারণ করে থাকে ডাক্তাররা। লাইপোসাকশনের পদ্ধতিগুলো হচ্ছে –

• টোমিসেন্ট লাইপোসাকশন: লাইপোসাকশনের সবচাইতে জনপ্রিয় ধরন এটি। জীবাণুমুক্ত ইনজেকশনের মাধ্যমে তরল দ্রবণ দেওয়া হয় নির্ধারিত স্থানে। লবন-জলের মিশ্রণ যা চর্বি অপসারণে সহায়তা করে; লিকোডাইন যা ব্যথা উপশমের জন্য এবং এপিনেফ্রিন যা চিকিৎসার নির্ধারিত স্থানের রক্তনালি সঙ্কুচিত করে ফেলে। উক্ত তরল মিশ্রণ আক্রান্ত স্থানে প্রবেশ করে ফুলিয়ে দেয় জায়গাটা এবং শক্ত হয়ে যায়। এরপর সার্জন চামড়ার ছোট একটা অংশ কেটে ফেলে এবং চামড়ার নীচে ক্যানুলা প্রবেশ করায়। ক্যানুলা একটি ভ্যাকুয়াম সাকশনের সঙ্গে যুক্ত থাকে যা শরীর থেকে চর্বি এবং তরল শুষে নেয়। চর্বি শুষে নেওয়া শেষে প্রয়োজনে আবার তরল শরীরে প্রবেশ করানো হয়ে থাকে।

• আল্ট্রাসাউন্ড অ্যাসিসটেড লাইপোসাকশন (ইউএএল): এই পদ্ধতিটি মাঝে মধ্যে ট্রেডিশনাল লাইপোসাকশনের সঙ্গে ব্যবহার করা হয়ে থাকে। এই পদ্ধতিতে ত্বকের নিচে মেটাল রডের মাধ্যমে আল্ট্রাসনিক এনার্জি প্রবেশ করানো হয়। যা ফ্যাট-সেলগুলো ভেঙ্গে দেয়। ফলে অতিরিক্ত চর্বি অপসারণ অনেকটাই সহজ হয়ে যায়।

• লেজার অ্যাসিসটেড লাইপোসাকশন (এলএএল): শরীরের বাড়তি চর্বি অপসারণের জন্য এই পদ্ধতিটিতে লেজার লাইট এপ্লাই করা হয়। সার্জন ত্বকের একটি ছোট ফুটা করার মাধ্যমে ত্বকের নিচে লেজার ফাইবার প্রবেশ করান এবং জমাকৃত চর্বি তরলে পরিণত করে। এরপর চর্বি ক্যানুলার মাধ্যমে বের করে আনা হয়।

• পাওয়ার অ্যাসিসটেড লাইপোসাকশন (পিএএল): এই পদ্ধতিতে একটি ক্যানুলা ত্বকের গভীরে প্রবেশ করানো হয় যা অতি দ্রুত এদিক-ওদিক নাড়াচাড়া করতে পারে। যার ফলে কম্পন সৃষ্টি হয় এবং তা দ্রুত শক্ত চর্বি বের করে দেয়। পিএএলে সময় কম লাগে আর নির্ভুলভাবে চর্বি অপসারণ করা সম্ভব হয়।

কীভাবে করা হয়?

লাইপোসাকশন পদ্ধতির জন্য লোকাল অ্যানেস্থেশিয়া ব্যবহার করা হয় – যা আপনার শরীরের নির্দিষ্ট একটা অংশকে অবশ করে দেয় সাময়িক সময়ের জন্য। এ ছাড়াও, সিডেটিভ ও আইভি ইনজেকশন দেওয়া হয়ে থাকে রিল্যাক্স রাখার জন্য। পুরোটা সময় জুড়েই ডাক্তারদের দল আপনার হার্টবিট, রক্তচাপ এবং রক্তে অক্সিজেনের মাত্রা নিরীক্ষণ করে থাকে। আর শরীরের ফ্যাট কমানোর ওপর নির্ভর করে পুরো পদ্ধতিটি হতে কয়েক ঘণ্টা সময়ও লাগতে পারে।

ঝুঁকি

যেকোনো সার্জারির ক্ষেত্রেই কিছুটা ঝুঁকি থাকে। ঠিক তেমনই লাইপোসাকশনের ক্ষেত্রেও আছে। ঝুঁকিগুলো হচ্ছে –

• ইনফেকশন হতে পারে

• চামড়া ঝুলে যেতে পারে

• অস্ত্রোপচারের জায়গায় তরল জমার কারণে সংক্রমণের ঝুঁকি থাকে;

• ত্বকের নিচের তরল জমে যেতে পারে।

লেখক : ডা ইকবাল আহমেদ, এমবিবিএস, বিসিএস, এফসিপিএস (প্লাস্টিক সার্জারি)

স্পেশালিষ্ট প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন।