ধামরাইয়ে প্রাণিসম্পদ ইনস্টিটিউটের প্রযুক্তি পল্লি উদ্বোধন

0
146

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি: রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাইয়ে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআর আই) এর প্রযুক্তি পল্লি উদ্বোধন হয়েছে।

সোমবার (১৪ই মার্চ -২০২২ খ্রীস্টাব্দ) ঢাকা জেলার ধামরাই উপজেলাস্হ ধামরাই সদর ইউনিয়নের শরীফবাগ শরীফুন্নেছা মাদ্রাসা মাঠে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআর আই) এর মহাপরিচালক ড. এসএম জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।

এ’সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএরআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (গবেষণা) ড. নাসরিন সুলতানা, প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় প্রধান ড.বিপ্লব কুমার রায়,ঢাকা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহেদা আক্তার,
এছাড়াও আরো বক্তব্য রাখেন বিএলআরআই এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ’সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রযুক্তি পল্লি’র প্রধান গবেষক ড. রেজিয়া খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদেন বক্তব্য শেষে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রযুক্তি পল্লি উদ্বোধন করা হয়। এরপর খামারিদের মাঝে মুরগি ও ছাগলের বাচ্চা বিতরণ করা হয়েছে।