৯৯৯-এ ফোন পেয়ে ৮ জন স্কুল ছাত্রকে উদ্ধার করল বাঁশখালী থানা পুলিশ

0
88

চন্দন দেব নাথ, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালীতে পথ হারিয়ে গভীর জঙ্গলে ০৮ জন স্কুল ছাত্রকে উদ্ধার করেছে বাঁশখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় , সোমবার (১৪ মার্চ)সকালে চাম্বল উচ্চ বিদ্যালয়ে ৮ জন ছাত্র বন্ধুদের নিয়ে পাহাড় দেখাতে ঘুরতে বের হন। তবে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে পথ হারিয়ে পৌঁছে যান চাম্বল ইউনিয়নের গভীর জঙ্গলে।পথ খোঁজে না পেয়ে,শেষ পযন্ত পাহাড়ের চুড়ায় উঠে একপর্যায়ে ছাত্ররা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দিনের সহযোগিতা উদ্ধার অভিযানে নেমে দীর্ঘ ৩ ঘন্টা অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করে থানা পুলিশ।

পথ হারিয়ে পেলা ছাত্ররা হলেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের শহীদুল ইসলাম (১৭),পিতা-বদিউল আলম, সাং-পূর্ব চাম্বল,৬নং ওয়ার্ড,মো:জিয়াউর রহমান সিকদার (১৮),পিতা-সিরাজ সিকদার, সাং-দ: চাম্বল,৬নং ওয়ার্ড, চাম্বল ইউপি,মো:পারভেজ আলম(১৮),পিতা-জাফর আহমদ, সাং-মুন্সিখীল,৩নং ওয়ার্ড, চাম্বল ইউপি,মো:শাহাদাত হোসেন (১৮), পিতা-জাকের আহমদ, সাং- পূর্ব শীলকূপ,৯নং ওয়ার্ড, আতাউর রহমান (১৭), পিতা-জহির আহমদ, সাং-পূর্ব বড়ঘোনা,৮নং ওয়ার্ড, গন্ডামারা ইউপি,আব্দুর রহিম(১৬), পিতা-মোস্তফা আলী, সাং-মধ‍্যম শীলকূপ,৭নং ওয়ার্ড,শীলকূপ ইউপি,হাবিবুর ইসলাম(১৬) পিতা-কবির আহমদ,সাং-পূর্ব চাম্বল,৬নং ওয়ার্ড, চাম্বল ইউপি,নাফিজুল ইসলাম(১৬),পিতা-নেওয়াজ উদ্দিন,সাং-উত্তর চাম্বল।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.কামল উদ্দীন বলেন, বন্ধুরা মিলে পাহাড় দেখতে বের হন। যাওয়ার পর পথ হারিয়ে ফেলেন। ৯৯৯ নম্বরে ফোন পাওয়ার পর ৩ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।