মুন্সীগঞ্জে ২০ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ

0
130

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে নৌ-পুলিশের অভিযানে ২০ বস্তা অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার (১৪ই মার্চ) সকালে টঙ্গীবাড়ি উপজেলার ছটফটিয়া এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।

তথ্য সুত্রে জানা যায়, নারায়ণগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূঞার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ কারন্টে জাল জব্দ করা হলেও এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের খবর পেয়ে ওই আয়রন কারখানায় অভিযান চালিয়ে ২০ বস্তা কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ বিষয়ে টঙ্গিবাড়ি থানায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, আটক ২০ বস্তায় ৫১০ পাউন্ড কারেন্ট জাল রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই লাখ টাকা।