শ্রীনগরে দুই মাদক কারবারি গ্রেফতার

0
101

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে র‌্যাব-১০’র অভিযানে ৭ হাজার ৫১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু তাহের (২১) ও হাইরুল আমিন ওরফে খাইরুল আমিন (২২) নামে দুই মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

আবু তাহের কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালাং এলাকার (রোহিঙ্গা ক্যাম্প, ডি ব্লক) সৈয়দ আহমেদের ছেলে ও একই এলাকার খাইরুল আমি (রোহিঙ্গা ক্যাম্প, ২-ইষ্ট) মো. আমিনের ছেলে। সোমবার ভোর সকালে শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের তিনদোকান বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০’র এক প্রেরিত বার্তা থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তিনদোকান বাজার শাজাহান জেনারেল ষ্টোরের সামনে রাস্তা থেকে আবু তাহের ও খাইরুল আমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫১৫ পিস ইয়াব উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মুল্য ২২ লাখ ৫৪ হাজার ৫০০ টাকা। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।