সমন্বিত সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব : পরিকল্পনামন্ত্রী

0
85
ফাইল ছবি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমন্বিত সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিকল্পনামন্ত্রী রোববার সকালে সিলেট মহাননগরীর একটি হোটেলের কনফারেন্স হলে ‘মাদক-দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সম্বনিত কর্ম পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয় এ কর্মশালার আয়োজন করে।
এম এ মান্নান বলেন, দেশের একেবারে নিম্নআয়ের মানুষ ও উচ্চ আয়ের মানুষের মধ্যে মাদক ব্যবহারের সংশ্লিষ্টতা বেশি। মধ্যম আয়ের মানুষের মধ্যে মাদকের ব্যবহার তুলনামূলক কম।

তিনি এ সময় উল্লেখ করেন, নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যের ও অধিক ক্ষতিকর মাদক ব্যবহার করছে। মাদকের ব্যাবহার উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে প্রথাগত আইনের পাশাপাশি প্রচলিত সামাজিক বিধিনিষেধও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্ত্রী আশাবাদ ব্যাক্ত করেন।

দিনব্যাপী এ কর্মশালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা ও মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।