বিরামপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন লক্ষে প্রস্তুতিমূলক সভা

0
125

এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ মার্চ) বিকেল ৫ টায় উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্ব এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দিবসের প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, সহকারী কমিশনার (ভূমি) মুহসিয়া তাবাসসুম, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া, সাবেক ডিপুটি কমান্ড বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ইনতিয়াজ আহমেদ কামাল প্রমুখ।

এসময় উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ,এলাকার সুধীজন, বিভিন্ন স্কুলের-কলেজের প্রধানগণ, শিক্ষক,গণ্যমান্য,ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।