এ পর্যন্ত ইউক্রেনের যা কিছু ধ্বংস করেছে মস্কো

0
102

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন হাজার সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে।

গতকাল (শুক্রবার) তিনি জানান, “ইউক্রেনের ৩,৪৯১টি সামরিক অবকাঠামো ধ্বংস করা হয়েছে যার মধ্যে ১২৩টি ড্রোন, ১,১২৭টি ট্যাংক ও অন্যান্য আর্মার্ড কম্ব্যাট ভেহিক্যাল, ১১৫টি মাল্টিপল লাঞ্চ রকেট সিস্টেম, ৪২৩টি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার এবং ৯৩৪টি স্পেশাল মিলিটারি ভহিক্যাল রয়েছে।”

জেনারেল কোনাশেঙ্কভ জানান, রাশিয়ার সেনারা অগ্রাভিযান অব্যাহত রেখেছে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রুশ সেনারা ৫টি ড্রোন ও একটি টোচকা-ইউ মিসাইল ধ্বংস করেছে। একই সময়ে দোনবাস ও লুহানস্ক প্রজাতন্ত্রের গেরিলারা ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়ে আরো এলাকা মুক্ত করেছে।

বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ সেনারা ইউক্রেনের সামরিক লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করার জন্য প্রিসিশন উইপন ব্যবহার করছে। এসব অস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে।

সুত্রঃপার্সটুডে