জামালপুরে আরও ৭জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৫৭৩জন

0
133

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: ১ জুলাই ২০২০ জামালপুরের সর্বশেষ প্রতিবেদনে আরও ৭ জন কোভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রমণ সনাক্ত হয়েছে। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ৫ জন, এবং ইসলামপুর উপজেলায় ২জন।

এখন পর্যন্ত জামালপুর জেলায় সর্বমোট করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৭৩ জন। এর মধ্যে জামালপুর সদর উপজেলায় ২০৭জন , মেলান্দহ ৭৮, মাদারগঞ্জ ৪০, ইসলামপুর ১০৬, সরিষাবাড়ী ৫৩, দেওয়ানগঞ্জ ৩৬, এবং বকশিগঞ্জ উপজেলায় ৫৩জন। জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন।

জেলায় সর্বমোট সুস্থ ২৩৮ জন এর মধ্যে জামালপুর সদর ৯৬, মেলান্দহ ৩৩, মাদারগঞ্জ ১৪, ইসলামপুর ২৬, সরিষাবাড়ী ৩১, দেওয়ানগঞ্জ ২৫, বকশীগঞ্জ ১৩জন।

সর্বমোট মৃত্যু ৯ জন (চিকিৎসাধীন ৫ জন – দেওয়ানগঞ্জ ১, মেলান্দহ ২, সরিষাবাড়ী ১ ও মাদারগঞ্জ ১, মৃতের নমুনায় ৪ জন – ইসলামপুর ২, মেলান্দহ ১, বকশীগঞ্জ ১)।
মোট রেফার্ড ৬ জন (সকলেই সুস্থ হয়েছে)।

সর্বশেষ নমুনা সংগ্রহ ১৩৮ টি, মোট নমুনা সংগ্রহ ৬৪৮৪ টি।

সর্বশেষ জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষা ৯০ টি।

সর্বশেষ মোট নমুনা পরীক্ষা ৯০ টি।
বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ১৩জন,ছাড়পত্র ১৬১জন।
বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩১০জন। ছাড়পত্র ৭১জন।
মোট হোম কোয়ারান্টাইন ১৭৩৭জন, মোট ছাড়পত্র ১৫৩৭জন,বর্তমানে মোট অবস্থান ২০০জন।