রামগঞ্জে প্রশাসনিক বাঁধায় চরমোনাই পীর সাহেবের মাহফিল বন্ধ, মাহফিল কমিটির নিন্দা

0
145

পারভেজ হোসাইন, রামগঞ্জ: বাংলাদেশ মুজাহিদ কমিটি ৯নং ভোলাকোট ইউনিয়নে বুধবার, (৯ মার্চ) লক্ষিধরপাড়া লামনগর একাডেমিতে ওয়াজ মাহফিলের সকল কার্যক্রম সম্পন্ন করেছে মুজাহিদ কমিটি।

মাহফিল শুরু হওয়ার পূর্ব মুহূর্তে বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ সহ মাঠে এসে মাহফিল বন্ধ করে দেয়।

মাহফিল এন্তেজামিয়া কমিটির সভাপতি আব্দুল আউয়াল বলেন, আমরা প্রশাসনিক অনুমতি নিতে গেলে স্থানীয় কয়েকজন গণ্যমান্য অনুমতির লাগবেনা বলে আশ্বাস দেন। পরে আমরা মাহফিল শুরু করার পূর্বে মুহূর্তে উপজেলা প্রশাসন এসে বন্ধ করে দেন। আমরা তীব্র নিন্দা জানাই।

উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা বলেন, চরমোনাই পীর সাহেবের প্রধান আসা সত্ত্বেও মাহফিলের অনুমতি না নেওয়ার কারণে এবং মাননীয় জেলা প্রশাসকের নির্দেশক্রমে মাহফিল বন্ধ করা হয়েছে।