বাগেরহাট গির্জায় ডমিনিক খোকন হালদারের যাজকীয় জীবনের রজত জয়ন্তী অনুষ্ঠিত

0
191

সুব্র ঢালী, বাগেরহাট থেকেঃ- খুলনা ধর্মপ্রদেশের অন্তভূক্ত বড়দল ধর্মপল্লীর কৃতি সন্তান ফাদার ডমিনিক খোকন হালদারের যাজকীয় জীবনের রজত জয়ন্তী উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ বুধবার (৯ মার্চ) সকালে বাগেরহাটের বাসাবাটি এলাকার ফাতিমার রাণী মারিয়া গির্জা চত্বরে খ্রিষ্টান ধর্মালম্বীরা প্রার্থনা সংগীত, ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এই ধর্মযাজককে শ্রদ্ধা নিবেদন করেন ৷

ফাদার ডমিনিক খোকন হালদার ১৯৯৭ সালের ৯ মার্চ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার কাথলিক চার্চ এর যাজক পদে অভিষেক গ্রহন করেন ৷ তিনি খুলনা তথা দক্ষিনাঞ্চলের খ্রীষ্টধর্মালম্বীদের ধর্মগুরু হিসাবে শান্তি ও সৌভ্রাতৃত্বের বার্তা পৌছে দিচ্ছেন ৷
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপি এ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার ৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা ধর্মপ্রদেশের বিশপ জেমস রমেন বৈরাগী, সেন্ট যোসেফস ক্যাথিড্রাল খুলনার ভিকার জেনারেল ফাদার যাকোব এস বিশ্বাস ৷ অনুষ্ঠানে খ্রিষ্টান ধর্মালম্বী মানুষ, বিভিন্ন চার্চ ও গির্জার দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন ৷