বাগেরহাটে নারী দিবসে মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত

0
92

সুব্র ঢালী, স্টাফ রিপোর্টারঃ- “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য” এই শ্লোগান নিয়ে বাগেরহাটে বিশ^ নারী দিবসে মানব বন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হযেছে। মঙ্গবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে একটি র‌্যালী শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বাগেরহাট জেলা প্রশাসক মো: আজিজুর রহমান র‌্যালীতে নেতৃত্বদেন।

অপরদিকে মোড়েলগঞ্জ আন্তর্জাতিক নারী দিবসপালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের সদস্য আফরোজা আকতার লিনা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাভলী লাকী বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলমগীর হোসেন।