দুই ডজন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

0
142

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও দুই ডজন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাত কাটা টিপুকে (৪১) গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে উপজেলার রামকান্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে রামকান্তপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, উল্লাপাড়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় সাজাপ্রাপ্ত ও দুই ডজন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাত কাটা টিপুকে বিশেষ অভিযান চালিয়ে রবিবার ভোর রাতে উপজেলার রামকান্তপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা, অগ্নিসংযোগ, হামলা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।