ভোলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন যুবলীগ

0
126

ইয়ামিন হোসেন,ভোলা: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ ভোলা জেলা শাখা।

সোমবার (৭ মার্চ) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য, সিনিয়র অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত’র দিকনির্দেশনায় যুবলীগ নেতা মোস্তাক আহমেদ শাহিন ও তুহিন মোল্লার নেতৃত্বে যুবলীগের নেতা কর্মীগণ জেলা প্রশাসক কার্যালয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এর পর যুবলীগের নেতাকর্মীরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করে।

শ্রদ্ধা নিবেদনে যুবলীগ নেতা নওশাদ,মনিরুল ইসলাম,মনির আহমেদ,ইদ্রিস,ভেদুরিয়া ইউনিয়ন যুবলীগ নেতা হেলাল,শাহিন গাজী,রফিকুল ইসলাম,সুজন,বিল্লালসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।