চাঁপাইনবাবগঞ্জে রাবার ড্যাম ও নদী ড্রেজিং উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

0
112

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি না৷ বাংলাদেশ সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে এসে পৌঁছেছে। ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশ, ২০৪০ সালের মধ্যে সমৃদ্ধশালী দেশের কাতারে যাবে আমাদের দেশ। এটাই জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন।

রবিবার (০৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের রেহায়চর এলাকায় মহানন্দা নদীতে ড্রেজিং ও রাবার ড্যাম প্রকল্পের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি নদী ভাঙন কবলিত সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি পদ্মা নদী রক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে রাবার ড্যাম প্রকল্প প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উন্নয়নকাজ। এতোবড় প্রকল্প দেশের ঠিকাদার দিয়ে সম্ভব নয়। তাই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছিল। সেখানে আমেরিকান ও চায়নিজ কোম্পানি অংশগ্রহণ করে। পরে চায়নিজ কোম্পানিকে কাজ শুরুর পূর্বেই শর্ত দেয়া হয়, নিজেরা সরাসরি উপস্থিত থেকে তাদেরকে কাজ করতে হবে। এমাসেই তারা এসে মহানন্দা নদীতে কাজ শুরু করবে।

জেলা প্রশাসক একেএম গালিভ খানের সভাপতিত্বে রাবার ড্যাম প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।