ডিএমপির ৭ কর্মকর্তাকে বদলি

0
105

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (৬ মার্চ) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- ডিএমপির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মজিবর রহমানকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক আমেনা খাতুনকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাসুদুল হককে অপারেশনস্ বিভাগে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহা. মাহফুজুর রহমান মিয়াকে গোয়েন্দা-মিরপুর বিভাগে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলামকে সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগে, নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ফিরোজ কবিরকে গোয়েন্দা উত্তরা বিভাগে ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান সরকারকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।