পিরোজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

0
125

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) সকালে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

জেলা আওয়ামীলীগের সভাপতি এ.কে.এম.এ আউয়ালের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট এম.এ হাকিম হাওলাদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান, গোলাম কবীর রাব্বানী চিনু।

এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস প্রমূখ। পরে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা নেতৃবৃন্দ তাদের উপজেলা ও ইউনিয়নের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন। সভায় দ্রুততম সময়ের মধ্যে জেলা ও উপজেলা আওয়ামীলীগের সম্মেলনের তাগিদ দেয়া হয়।