গোমস্তাপুরে নবাগত ইউএনও হিসেবে আসমা খাতুনের যোগদান

0
97

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবাগত ইউএনও হিসেবে যোগদান করেছেন আসমা খাতুন। বৃহস্পতিবার তিনি গোমস্তাপুর উপজেলার ইতিহাসে প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করেন। তিনি ৩৪ তম বিসিএস প্রশাসনের একজন কর্মকর্তা।

এর আগে তিনি নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত বিদায় ও বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন,জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার প্রমূখ।

প্রসঙ্গতঃ বিদায়ী ইউএনও মিজানুর রহমান পদোন্নতি পেয়ে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব হিসেবে যোগদান করবেন।