চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার ১

0
90

ফেরদৌস সিহানুক শান্ত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাঁহর পাশে র‌্যাবের মাদকবিরোধী অভিযানে ১২৩ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়ার মোছা. নারগিছ বেগম ও মো. আকবর আলীর ছেলে মো. রিপন আলী (৩৫)।

র‌্যাব-৫এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহারাজপুর ইউনিয়নের ভাগ্যবানপুর গাইনপাড়া গ্রামস্থ ঈদগাঁহ ময়দানের পূর্ব পার্শ্ব হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে (ক) ফেন্সিডিল-১২৩ (একশত তেইশ) বোতল, (খ) মোবাইল ফোন-০১(এক)টি, (গ) সীমকার্ড-০২(দুই)টি, (ঘ) মেমোরীকার্ড-০১(এক) টি এবং (ঙ) নগদ-১৫০০/-টাকাসহ ১। মোঃ রিপন আলী (৩৫), পিতা-মোঃ আকবর আলী, মাতা- মোছাঃ নারগিছ বেগম, সাং- ভাগ্যবানপুর গাইনপাড়া, থানা ও জেলা- চাঁপাইনবাবগঞ্জ থকে হাতেনাতে গ্রেফতার করে।

উল্লিখিত জব্দকৃত আলামত আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তারা নিজ হেফাজতে রেখে যুব সমাজকে বিপথগামী করছে। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।