নীলফামারীতে জাতীয় ভোটার দিবস পালন

0
106

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: ‘মুজিব বর্ষের অঙ্গিকার, রক্ষা করব ভোটাধিকার’ শ্লোগানে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। বুধবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।

পরে একই দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ জামানের সঞ্চালনায় বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, অতিরিক্ত পুলিশ সুপার এএসএম মুক্তারুজ্জামান।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, জেলায় ১৫লাখ ১২হাজার ৭০৭জন ভোটার রয়েছেন এরমধ্যে ২০২১সালে নতুন ভোটার হয়েছেন ১৮হাজার ৯৪৪জন। তিনি বলেন, দিবস উপলক্ষে দিনব্যাপী জেলা নির্বাচন দফতরে বিশেষ সেবা দেয়া হচ্ছে। এরমধ্যে রয়েছে কার্ড বিতরণ, ভোটার হওয়া এবং স্থানান্তর।