পুঠিয়ায় পুকুরে ডুবে তিন সন্তানের জননীর মৃত্যু

0
131

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়ায় পুকুরে ডুবে মমতাজ বেগম (৪৩) নামের তিন সন্তানের জননীর মৃত্যু হয়েছে। নিহত মমতাজ বেগম উপজেলার ভালুকগাছী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের মোমিন আলী স্ত্রী। আজ বুধবার সকাল ৭টার সময় বাড়ির পশের পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মমতাজের স্বামী মোমিন আলি বলেন, সকালে আমার স্ত্রী বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এসময় সে পানিতে তলিয়ে যায়। পরে পুকুরের পাড়ে আমার প্রতিবেশি তার গায়ের কাপড় ভাসতে দেখে আমাদের খবর দেয়। এসময় প্রতিবেশিদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। উদ্ধার আগেই সে পানিতে ডুবে মারা গেছে বলে মোমিন আলী জানান।

এ ব্যাপারে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমার ঘটনাস্থলে যাই। মৃতের ব্যাপারে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে এ কর্মকর্তা জানান।