মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিশেষ সম্মাননায় ভূষিত হলেন ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া

0
120

বাংলাদেশের অগ্রগতি ও উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখায় আধুনিক হামদর্দ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’কে বিশেষ সম্মাননা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি।

আজ ( ২৮ শে ফেব্রুয়ারি ২০২২) সোমবার সকালে রাজধানীর বাংলামটরে হামদর্দের প্রধান কার্যালয়ে এ সম্মাননা প্রদান করে সংগঠনটি।

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণার উৎস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ গড়ার আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধের পরে ধ্বংসপ্রাপ্ত হামদর্দকে গড়ে তোলার যে কাজ আমরা শুরু করেছিলাম, তা আজ ফুল ফসলে সুশোভিত।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি’র সভাপতি মেহেদী হাসান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাকসুদা সুলতানা ঐক্য, কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়াউল মাহমুদ শাওন ও মির্জা লিয়াকত আলী বেগ, হামদর্দ এর পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম এবং ভারপ্রাপ্ত পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি’র নেতারা বলেন, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন। মানবকল্যাণে নিবেদিত তাঁর এইসব কাজ তরুণ প্রজন্মকে যেমন অনুপ্রাণিত করছে, ঠিক তেমনি মুক্তিযোদ্ধার সন্তানদেরকেও দারুণভাবে প্রেরণা যোগাচ্ছে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি’র নেতৃবৃন্দ ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’কে উত্তরীয় পরিয়ে তাঁর হাতে সংগঠনের পতাকা অর্পণ করেন।