কুষ্টিয়ায় ডায়াবেটিস সচেতনতা দিবস পালন

0
82

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে সোমবার ২৮ ফেব্রুয়ারি সকালে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়েছে। আজ সোমবার সকালে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি, মজিবর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু। স্বাগত বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মোশফিকুর রহমান টরলিন। প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন হৃদরোগ বিশষেজ্ঞ ডা. এস আর খানসহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সচেতনতার ওপর জোর দেওয়া হয়। এছাড়া আক্রান্তরা কিভাবে রোগ নিয়ন্ত্রণে রাখবেন সে বিষয়েও বিশদ আলোচনা করেন বক্তারা।

প্রসঙ্গত বাংলাদেশে চার কোটি ২৫ লাখ মানুষ রোগটিতে আক্রান্ত। আক্রান্তদের অনেকেই জানেন না তাদের ডায়াবেটিস হয়েছে। সতর্ক না হওয়ায় জনগোষ্ঠীর প্রতি ১১ জনে একজন রোগটিতে ভুগছেন। এসব কারণে বর্তমানে বাংলাদেশ উঠে এসেছে দশম শীর্ষ ডায়াবেটিস আক্রান্ত দেশের তালিকায়। ২০৪৫ সালের মধ্যে বাংলাদেশ নবম অবস্থানে চলে আসবে এবং তখন বাংলাদেশে ডায়াবেটিক রোগীর সংখ্যা হবে ছয় কোটি ২৯ লাখ।