চিরনিদ্রায় শায়িত সাংবাদিক আব্দুল হামদ

0
125

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি আব্দুল হামিদ এর দাফন সম্পন্ন। গত ২৬ ফেব্রুয়ারি সকাল দশটার দিকে হিজলা হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৪০ বছর বয়সে সময়ের সাহসী দক্ষ এই সংবাদকর্মী দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও ভাই বোন, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়। তার মৃত্যুতে সাংবাদিক, রাজনীতিক সহ সকল শ্রেণী-পেশার মাঝে নেমে এসেছে শোকের ছায়া। ২৭ ফেব্রুয়ারি সকাল ৯ টায় সরকারি হিজলা ডিগ্রি কলেজ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় জানাজা নামাজে নেমে আসে জনতার ঢল। জানাজা শেষে মরহুম সাংবাদিক আব্দুল হামিদকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাজার নামাজে সাংবাদিক হামিদের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হিজলা থানা অফিসার ইনচার্জ মো: ইউনুস মিয়া, হিজলা প্রেসক্লাবের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিলন সরদার। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ-বিএনপি সহ নানা রাজনৈতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।