গোপালপুরে একদিনে করোনা ভ্যাকসিন প্রয়োগ ২৩ হাজার

0
191

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সারাদেশে এক দিনে এক কোটি টিকা প্রদান কর্মসূচির আওতায় গোপালপুর উপজেলায় করোনা ভ্যাকসিন প্রদান সম্পন্নকরণের লক্ষ্যে গণটিকার জনসভার স্বতঃস্ফূর্তভাবে সারাদিন ব্যাপী গোপালপুর উপজেলায় জনসাধারণের মধ্যে একদিনে প্রথম ডোজ ভ্যাকসিন টিকা ২৩ হাজার সম্পন্ন হয়েছে।

(২৫ ফেব্রুয়ারি) শনিবার গোপালপুর হোসেন শহীদ সরোয়ারদি উচ্চবদ্যালয় মাঠে, উপজেলা স্বাস্থ্য ও উপজেলা প্রশাসনের উদ্যোগে কোভিট ১৯ করোনার ভ্যাকসিন টিকা দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি, আরো উপস্থিত ছিলেন অন্যান্য অফিসারবৃন্দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার কর্মকর্তাবৃন্দ।