১৪০ কোটি টাকা ব্যায়ে পূণর্ভবা নদীর খনন প্রকল্পের উদ্বোধন করলেন নৌ-প্রতিমন্ত্রী

0
100

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষের অধিনে ১৪০ কোটি টাকা ব্যায়ে পূণভবা নদী খনন কাজের শুভ উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগরে শনিবার দুপুরে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় নৌ-পরিবহন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী এমপি।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দিনাজপুর শস্যভান্ডার হিসেবে সারাদেশে একটি সুনাম রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। সারা দেশে নদী খনন কার্যক্রম অব্যাহত রয়েছে। নদী খননে কৃষকরা যেমন কৃষি কাজে সেচ ব্যবস্থা পাবে অন্যদিকে সাধারণ মানুষের মৎস্য চাহিদা পুরন হবে। অপর দিকে সারা বছর নদীগুলোতে পানি থাকবে। এতে দিনাজপুরকে পুনরায় নতুনভাবে শস্য ভান্ডার এ রূপদান করার জন্য দিনাজপুরের বীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর সদর ও বিরল সহ চারটি উপজেলার উপর দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর খনন কাজ শুরু করা হলো।

উদ্বোধন শেষে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর এর পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের, বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল ওয়ারেস, ভোগনগর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজিউর রহমার রাজু, সাতোর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ জাকির হোসেন রাজা।

সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক সাক্ষাতকারে প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি জানান, দিনাজপুরের বীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর সদর ও বিরল সহ চারটি উপজেলার ৭টি প্রকল্পে ৭৮ কিলোমিটার খনন কাজে ১৪০ কোটি টাকা ব্যায়ে ধরা হয়েছে।