গাছের ডাল ভেঙ্গে পড়ে বৃদ্ধের মৃত্যু

0
130

মোঃ ফরহাদ হোসাইন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে গাছের ডাল ভেঙ্গে পড়ে ধীরেন্দ্র নাথ রায়(৭২) নামে এক বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটার দিকে কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ধীরেন্দ্র নাথ জলঢাকা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়ের বাবা।

নিহতের ছেলে নিরঞ্জন রায় জানান, মোটর সাইকেল যোগে বিকেলে দিনাজপুর থেকে ফিরছিলেন। এমন সময় বাহাগিলি ডাঙ্গাপাড়া এলাকায় ঝড়ো বৃষ্টির কবলে পড়েন তিনি। এ সময় গাছের ডাল ভেঙ্গে পড়লে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নীলফামারী জেলা কমিটির সাধারণ সম্পাদক মৃনাল কান্তি রায় জানান, লাশ কৈমারী ইউনিয়নের রথের বাজার এলাকাস্থ বাড়িতে নেয়া হয়েছে। স্থানীয় শ্মশান ঘাটে তাকে সৎকার করা হবে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) শরীফ আহমেদ জানান, ঝড়ো বৃষ্টি শুরু হলে ঘটনাস্থলে গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তারাগঞ্জ হাসপাতালে ভর্তি করালে সেখানে মারা যান।