বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নবনির্বাচিত চেয়ারম্যান আহত ও সাবেক মেম্বার নিহত

0
118

দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল হোসেন নিহত হয়েছেন এবং নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাষ্টার আহত হয়েছেন।

বীরগঞ্জ পৌর শহরের ৮ নং ওয়ার্ডের মৃত বাহার উদ্দিনের পুত্র সুজালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বীরগঞ্জ কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাষ্টার (৫০) ২৫ ফেব্রুয়ারী শুক্রবার রাতে ঠাকুরগাঁও শহরে দাওয়াত খেয়ে নিজবাড়ী ফিরার পথে উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল গোয়ালপাড়া এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় পড়ে। এতে তিনি মারাত্মক আহত হয়। এসময় মোটর সাইকেল চালক সুজালপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বড় শীতলাই গ্রামের মৃত. মফিজ উদ্দীনের ছেলে ইসমাইল হোসেন (৫৫) নিহত হয়।

মোটর সাইকেল যোগে ফিরার পথে বিপরীত দিক দিনাজপুর থেকে থেকে দ্রুত গতিতে যাওয়া যাত্রীবাহী বাস প্রতিভা এন্টারপ্রাইজ রংপুর জ-১১-০০১৫ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন নিহত হন।

তাৎক্ষনিক সংবাদ পেয়ে পৌর মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল ছুটে গিয়ে আহত সুজালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও বীরগঞ্জ কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মাষ্টারের পাশে দাড়ান।

স্থানীয়রা দ্রুত আহত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাষ্টার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নেওয়া অনুমতি দেয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) সুব্রত কুমার সরকার জানায়, সংবাদ পেয়ে এসআই রাজেকুল ইসলামকে ঘটনাস্থলে প্রেরন করা হয়েছে। এসআই রাজেকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পৌচে সড়কের যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। মামলা সংক্রান্ত ব্যাপার হাইওয়ে থানার।

হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ এএনএম মাসুদ জানায়, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয়রা ঘাতক বাস টিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। তবে এ ঘটনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বীরগঞ্জ পৌর শহরে সুজালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাষ্টারের সড়ক দূঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমায়।