চট্টগ্রামে একদিনে শনাক্ত ৪৬

0
123

চট্টগ্রামে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪৬ জন। নতুন শনাক্ত নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২৬ হাজার ৩৫৭ জনে ও মৃতের সংখ্যা এক হাজার ৩৬২ জনে। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।

তিনি জানান, গত একদিনে চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১৮১ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২ দশমিক ১০ শতাংশ। শনাক্তদের মধ্যে ৩২ জন নগরের ও ১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত একদিনে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে একজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে তিনজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে চারজন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে একজন ও এভারকেয়ার হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।