বীরগঞ্জে একদিনের বৃষ্টিতে আলু চাষিদের মাথায় হাত

0
262
কৃষক বাবুল জমিতে পানি দেখে মাথায় হাত দিয়ে বসে আছেন।

স্টাফ রিপোর্টার: দিনাজপুরের বীরগঞ্জে বৃহস্পতিবার দিবাগত রাতে হঠাৎ ৫ ঘন্টার টানা বৃষ্টির ফলে আলু ক্ষেত ডুবে যাওয়ায় কৃষকদের মাথায় হাত পরেছে। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত এই এলাকার আলু চাষিরা।

গামলা দিয়ে আলু ক্ষেত থেকে পানি সরিয়ে দিচ্ছেন নাহিদ

 

আলু চাষি নাহিদ জানায়, কয়েকদিন আগে টানা ৪ দিনের বৃষ্টিতে আলু ক্ষেতের বেহাল দশা তৈরি হয়েছিল।  কৃষক শাহা আলী জানায়, এর আগেও টানা চার দিনের বৃষ্টি হয়েছে তখন সময়ের আগেই আলু তুলতে হয়েছে।

কোদাল ঘাড়ে নিয়ে পানি সরানোর কাজে ব্যস্ত ইউপি সদস্য সুরুজ আলী।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের আওলাকুড়ি গ্রামে গিয়ে দেখা যায় ইউপি সদস্য সুরুজ আলী কোদাল ও গামলা দিয়ে আলুর ক্ষেত থেকে পানি থেকে নামিয়ে দিচ্ছে।

 

এদিকে কৃষক বাবুল জানায়, মুই মানুষের জমি বর্গা নিয়ে আলু লাগাইছুনু, বৃষ্টিতে যেভাবে মোর আলুর ক্ষতি হইছে, লাভ তো হবেই না, মোর এখন খরচের আসলটাও উঠিবে নাই। বউ বাচ্চা নিয়া রাস্তা বসিলা হবে মক।

প্রসঙ্গত মুন্সিগঞ্জের পরেই আলু চাষে দিনাজপুর জেলার অবস্থান। সে হিসেবে দেশে আলু উৎপাদনে এ জেলার অবস্থান দ্বিতীয়। প্রতি বছরই এ জেলায় আলু চাষ বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় চাহিদা পূরণ করে অন্য জেলাতে সরবরাহ করা হয় এখানকার আলু।