ঘোড়াঘাটে রোগীদের মাঝে আর্থিক সহায়তা চেক বিতরণ

0
105

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে সমাজ কল্যান পরিষদ কর্তৃক হত দরিদ্র পরিবারের মাঝে আর্থিক অনুদান হাসপাতাল সমাজ সেবা কার্যক্রমে অক্সিজেন সিলিন্ডার এবং বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের মাঝে এসব চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পার্থ জ্বীময় সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মঞ্জুর মোর্শেদ খান। অনুষ্ঠানে উপজেলার ১১ জন ক্যান্সার রোগীকে ৫ লক্ষ ৫০ হাজার টাকা, ২ জন ভিক্ষুক কে ৫০ হাজার টাকা ৬ জন কে সমাজ কল্যান অনুদান হিসেবে ৩১ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়।