তজুমদ্দিনে বিকল্প কর্মসংস্থানের জন্য জেলেদের মাঝে গরু বিতরণ

0
94

মোহাঃ নূরন্নবী তন্ময়, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে গরু বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ই ফেব্রুয়ারী) দুপুরে উক্ত উপজেলা পরিষদ প্রাঙ্গনে ২০২১- ২২ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১০ জন সুফলভোগীর মাঝে ১০ টি গরু বিতরণ করা হয়। জেলেদের মাঝে গরু বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জেলেদের দারিদ্র্য বিমোচন ও সাবলম্বী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক পর্যায়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন, আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম শিলা, ইউপি চেয়ারম্যান মোঃ আবু তাহের মিয়া, মোঃ মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল মিয়া, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক আবুল হাসেম মহাজনসহ প্রমুখ।