গাইবান্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

0
92

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। রাত ১২টা ১ মিনিটে করোনা ভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ করেন যারা তাদের মধ্যে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জেলা প্রশাসক মো. অলিউর রহমানসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌর মেয়র মো. মতলুবর রহমানসহ পৌরসভার কর্মকর্তা, গাইবান্ধা প্রেস ক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। সকালে সরকারি আধা সরকারি স্বায়তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত করণ, সূর্যোদয়ের পর স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করেন।

সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভাষা আন্দোলনের অমর শহীদদের উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মো. মতলুবর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা মো. হোসেন আলী, টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুর রহিম, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, অধ্যাপক জহুরুল কাইয়ুম প্রমুখ।

পরে শিশুদের ভাষার গান, কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ী ৩৬ জনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দুপুরে বিভিন্ন মসজিদ, মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ মোনাজাত করা হয়।