ঘাটাইলের দেওপাড়া কালিকাপুর প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

0
93

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ একুশে ফেব্রæয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ভোজদত্ত একাদশ বনাম শোলাকী পাড়া একাদশ ফাইনাল খেলায় অংশগ্রহন করেন।

সোমবার (২১ ফেব্রæয়ারী) দুপুর ১২টায় কালিকাপুর চেকপোস্ট ময়দানে কালিকাপুর ক্রীড়া সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী মৎস্য জীবি লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফারুক হোসেন খান (রাসেল)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,দেওপাড়া ইউপি সদস্য ও উপজেলা মৎস্যজীবি লীগের যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম মিয়া (তাহের)। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবিন টেক্স গ্রæপের সিনিয়র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শাহিন আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন,দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসাইন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বীরমুক্তিযুদ্ধা নুরুল ইসলাম,ইউপি সদস্য মোঃ মুক্তার আলী,সমাজ সেবক মোঃ মোসলিম উদ্দিন,হাসিবুল ইসলাম প্রমুখ।

পরে খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল শোলাকীপাড়া একাদশের হাতে পুরষ্কার তুলে দেন। এ সময় খেলায় রানার্সআপ দল ভোজদত্ত একাদশের হাতেও পুরষ্কার তুলে দেয় হয়।