শ্রীনগরে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ বিষয়ক প্রচারণা

0
103

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “জাতীয় পতাকা আমার অহংকার” শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ বিষয়ক প্রচারণা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, শ্রীনগর (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ প্রমুখ। দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ বিষয়ক প্রচারণা করা হয়।