ধামরাইয়ে করোনা সংক্রমণ থেকে দেশবাসীর মুক্তির আশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

0
89

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বৈশ্বিক মহামারী নোভেল করোনা কোভিড-১৯ সংক্রমণ থেকে ছাত্র-ছাত্রী, স্কুল-কলেজের শিক্ষক শিক্ষিকা , কর্মচারীসহ সবার করোনার সংক্রমণ থেকে মুক্তি লাভের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০শে ফেব্রুয়ারি) সকালে ধামরাই আবুল বাশার কৃষি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তন, আবুল বাশার কৃষি কলেজ এর প্রতিষ্ঠাতা কৃষিবিদ এম এম সালেহ আহমেদের স্মরণ সভার শেষে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে আলোচনায় অংশে নিয়ে বক্তারা দেশের অগ্রযাত্রায় নিঃস্বার্থভাবে শিক্ষাক্ষেত্রে উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান । আলোচনায় অংশ নেন বারি’র সায়েন্টিফিক অফিসার ড. রওশন আরা, সাবেক কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হামিদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আবুল বাশার কৃষি কলেজ এর অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে সৃষ্টিকর্তার নিকট দেশ ও দেশের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারীদের বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমণ থেকে রোগ মুক্তির জন্য দোয়া করেন।