মুন্সীগঞ্জের মিরকাদিমের ইছামতি খাল উদ্ধার কার্যক্রম শুরু

0
146

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিমের ইছামতি খাল উদ্ধারের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (১৯ শে ফেব্রুয়ারী) সকাল থেকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি ভূমি অফিসার উপস্থিত থেকে খালের সীমানা নির্ধারণের কাজ শুরু করার মাধ্যমে খাল উদ্ধারের কাজ শুরু হয়।

তথ্য সুত্রে জানা যায়, শনিবার সকালে খালের সীমানা নির্ধারণ করা হয়। ইতিমধ্যে ২ শতাধিক অবৈধ দখলদারদের একটি তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী আগামী কাল রবিবার সকাল থেক খালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার জানান, অবৈধ দখলদার থেকে নদী ও খাল উচ্ছেদের অংশ হিসাবে মিরকাদিম পৌরসভার ইছামতি খাল উচ্ছেদের কাজ হাতে নেয়া হয়েছে। আগামী কাল রবিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এর আগে অবৈধ দখলদারদের ১০ দিনের সময় দেয়া হয়েছিলো কিন্তু দখলবাজরা কর্ণপাত করেনি।

উল্লেখ্য, এর আগে দখলকৃত খালটির উচ্ছেদ ও পানি প্রবাহ স্বচলের দাবী নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রচার হয়।