কেএমপি’র অভিযানে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল এবং ১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার ১৩

0
161

আহছানুল আমীন জর্জ, খুলনা প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ১) মোঃ জলিল শিকদার(৪১), পিতা-মৃত: সোবহান শিকদার, সাং-বারোঘরিয়া, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশাল, এ/পি সাং-দেয়াড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা; ২) মোঃ ইদ্রিস মোড়ল(৫৫), পিতা-মৃত: রায়হান মোড়ল, সাং-দেয়ানা মোড়ল পাড়া, থানা-দৌলতপুর, এ/পি সাং-বারাকপুর হাইস্কুলের পাশে, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা; ৩) মোঃ আব্দুল মান্নান মোল্যা(৫৭), পিতা-মৃত: জবেদ আলী মোল্যা, সাং-শংকরপাশা, থানা-অভয়নগর, জেলা-যশোর; ৪) মোঃ সালাউদ্দিন মিনা(২০), পিতা-মোঃ সাহেব আলী মিনা, সাং-পশ্চিম সেনপাড়া, থানা-দৌলতপুর; ৫) মোঃ রাসেল মৃধা(২০), পিতা-মোঃ আজিম মৃধা, সাং-মহেশ্বরপাশা মানিকতলা, থানা-দৌলতপুর; ৬) সেলিম মুন্সি(৪২), পিতা-ইউনুস মুন্সি, সাং-গাওদিয়া পশ্চিম পাড়া, থানা-লৌহজং, জেলা-মুন্সিগঞ্জ; ৭) আবির হাসান ওরফে আবুজার(২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, সাং-১১২ বিকে মেইন রোড, থানা-খুলনা; ৮) শাকিবুর রহমান ওরফে জিতু(৩০), পিতা-মোঃ অলিয়ার রহমান, সাং-ফরিদ মোল্যার মোড় পশ্চিম টুটপাড়া, থানা-খুলনা; ৯) মোঃ মনির হাওলাদার(২৫), পিতা-সরোয়ার হাওলাদার, সাং-ফুলহাতা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট; ১০) মোঃ মিরাজ হাওলাদার(২৪), পিতা-মোঃ বারেক হাওলাদার, সাং-০৫ নং মাছঘাটের পিছনে ই-ব্লক লেবার বস্তি সংলগ্ন, থানা-খুলনা; ১১) মোঃ তফিজুল শরীফ(৩৯), পিতা-মৃত: সুরাজদ্দীন শরীফ, সাং-বর্শিবাওয়া, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-মুসলমানপাড়া, থানা-খুলনা; ১২) নয়ন কুমার দাস(৩৯),পিতা-মৃত: সুখ রঞ্জন দাস, সাং-রায়েন্দা বাজার স্বর্ণকার পট্টি, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট এবং ১৩) মোঃ শফিকুল ইসলাম(৪৩), পিতা-আব্দুস ছত্তার আকন, সাং-দক্ষিণ বাধাল, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাটদের’কে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ০১ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ২২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি’র ) অতিরিক্ত উপ – পুলিশ কমিশনার ( এডিসি, মিডিয়া এ্যান্ড কমিউনিটি পুলিশিং ) মোঃ কামরুজ্জামান ১৯ ফেব্রুয়ারী শনিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তরঙ্গ নিউজকে উপরোল্লেখিত তথ্য নিশ্চিত করেন ।